![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার সবুজ গাঁয়ে
সকালবেলা বেড়িয়ে এলাম
খালি পায়ে পায়ে।
নীরব নিঝুম গাছপালারা
দাঁড়িয়ে আছে চুপ
ডোবার জলে লাফিয়ে পড়ে
ব্যাঙেরা দেয় ডুব।
ঘাসের ডগায় শিশির বিন্দু
দেয় ভিজিয়ে পা
কুয়াশাদের ছোঁয়া পেয়ে
লাফিয়ে উঠে গা।
বিলের পাড়ে সাদা বক
অলস ভাবে ওড়ে
হেমন্তের এই সকালবেলা
এলাম যখন ঘুরে;
পুব আকাশে নরম রোদের
আলোছায়ার খেলা
মনে হলো কাটিয়ে এলাম
একটি কিশোরবেলা।
২| ১৯ শে অক্টোবর, ২০১৫ বিকাল ৫:৩৯
বিএম বরকতউল্লাহ বলেছেন: ধন্যবাদ।
©somewhere in net ltd.
১|
১৯ শে অক্টোবর, ২০১৫ বিকাল ৫:০৭
নাবিক সিনবাদ বলেছেন: ঘাসের ডগায় শিশির বিন্দু
দেয় ভিজিয়ে পা
কুয়াশাদের একটু ছোঁয়ায়
লাফিয়ে উঠে গা।
ভালো লাগলো খুব।