![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
হেমন্তিকার শীতল হাওয়া বইছে ধীরে ধীরে
আকাশ থেকে মেঘমেয়েরা যাচ্ছে ঘুরেফিরে।
সাঝেরবেলা কুয়াশারা আসে খেলার ছলে
গভীর রাতে মাটি ছুঁয়ে বেড়ায় দলে দলে।
সাদা নীলে মাখামাখি আকাশ নুয়ে আসে
সকালবেলা ঘাসে ঘাসে মুক্তোদানা হাসে।
ঘরে বাইরে বউ ঝিয়েরা ব্যস্ত বিষম কাজে
নতুন বধূ কাজ ধরেছে আঁচল টেনে লাজে।
উপচে পড়ে চাষীর গোলা নতুন সোনার ধানে
হাসি ফোটে শীত নবান্নে বাংলা মাটির দানে।
২| ২২ শে অক্টোবর, ২০১৫ ভোর ৪:৫৬
শাহরিয়ার কবীর বলেছেন: ভালো লাগলো।
©somewhere in net ltd.
১|
২২ শে অক্টোবর, ২০১৫ রাত ১২:২৫
প্রামানিক বলেছেন: কবিতা ভাল লাগল। ধন্যবাদ