![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সবুজ মাঠে অবুজ শিশু এমনি ছুটে চলে
পায়ে পায়ে পথে পথে ঘাসের ডগা দলে
মাঠে ঘাটে গাছে লতায় চড়ে বেড়ায় রোজ
শাপলা শালুক ফুলে ফলে চলে দারুন ভোজ।
সবুজ মাঠের সবুজ ওরা ফুল ফসলের সাথী
ধুলো-কাদায় জলে-ডাঙ্গায় বিষম মাতামাতি।
মাঠের আদর হাতে তুলে বিলায় পথে পথে
সকাল বিকেল সন্ধ্যে কাটে সরু আলের রথে
সবুজ মাঠের লক্ষ্মী এরা স্বাধীন ছেলেমেয়ে
গর্ব করে ফুল-ফসলে তাদের কাছে পেয়ে।
ওদের কিছু কয় না কেহ ওরা মাঠের রাজা
মাঠের গরু ছাগল ভেড়া ওদের নীরব প্রজা।
©somewhere in net ltd.