![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ইচ্ছে করে এই শহরের দালান কোঠা পেরিয়ে
পাখা মেলে শহর ছেড়ে যাই কোথাও বেরিয়ে।
ওই দেখা যায় পাহাড় নদী মেঘ ও প্রজাপতি
হাত বাড়ালে তোমার এমন কী আর হবে ক্ষতি?
তিন তলাতে বারান্দাটার গ্রিল ফেলেছি খুলে
হাত বাড়ালো বনের পাখি, পড়েছি হাতে ঝুলে।
গেলাম আমি সবুজ বনে সামনে বিশাল পাহাড়
ফুলপাখিদের সঙ্গে ঘুরে দেখছি রূপের বাহার।
খোলা হাওয়া ঢেউয়ের মতো যাচ্ছে হেলেদুলে
হঠাৎ আমার শরীরখানি উঠছে হাওয়ায় ফুলে।
বন পেরিয়ে পাহাড় ছেড়ে বাতাস ঠেলে উড়ছি
সাগর নদীর ঢেউ ডিঙিয়ে আকাশ ছুঁয়ে ঘুরছি।
মেঘ ভেসে যায় মেঘে চড়ে গেলাম বহু পথ
বেরিয়ে এলো চাঁদে যাওয়ার দ্রুতগামী রথ।
যাচ্ছি আমি চাঁদের দেশে যাচ্ছি প্রবল বেগে
আমায় দেখে মেঘের বুড়ি উঠল এখন জেগে।
চাঁদের বুড়ি আমায় পেয়ে দিল সোহাগ আদর
বসতে দিল নিজের হাতে ঝলমলে এক চাদর।
বুড়ির সাথে চাঁদের বুকে দেখছি পাহাড় মাটি
উড়ে বেড়াই লাফিয়ে চলি পাথর কুড়াই, হাঁটি।
এমনি করে ঘুরেফিরে এলাম মায়ের কোলে
খোলা গ্রিল বারান্দাতে তখনও ছিল ঝুলে।
২৩ শে অক্টোবর, ২০১৫ রাত ১১:০১
বিএম বরকতউল্লাহ বলেছেন: অনেক ধন্যবাদ।
২| ২৩ শে অক্টোবর, ২০১৫ রাত ৯:৪১
খেয়া ঘাট বলেছেন: খুবই সুন্দর। অনেকগুলো লাইক।
২৩ শে অক্টোবর, ২০১৫ রাত ১১:০১
বিএম বরকতউল্লাহ বলেছেন: অনেক শুভেচ্ছা আর অনেক ধন্যবাদ। ভাল থাকুন।
©somewhere in net ltd.
১|
২৩ শে অক্টোবর, ২০১৫ রাত ৯:০৬
নাবিক সিনবাদ বলেছেন: বাহ সুন্দর