![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এই ছেলেটা অকারণে হাসে
হাসির ঠেলায় এলেবেলে
লুটিয়ে পড়ে ঘাসে।
ঘাসে ছিল লাল পিঁপড়ে
কামড়ে দিল শেষে
'দেখ্ আমার হয়নি কিছু'
বলছে তাও হেসে।
'তোরা যদি হাসবি না তো
বেজার হয়ে থাক্
জোর করে পেটের ভেতর
হাসি চেপে রাখ্।
আমার যত হাসি আছে
দিলাম মুক্ত করে
তোদের হাসি মুখ চেপে
রাখিস বন্দী করে।
আমার হাসি পাখা মেলে
করছে বাকুম বাক্
তোদের পেটের হাসিগুলি
খাচ্ছে ঘুরপাক।'
২৪ শে অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৬:০১
বিএম বরকতউল্লাহ বলেছেন: হাসির জন্য এই ছড়াটি পড়ে যখন হাসলেন। খুশি হলাম। ধন্যবাদ।
২| ২৪ শে অক্টোবর, ২০১৫ বিকাল ৫:৫৩
কাবিল বলেছেন: আমার পেটের হাসিগুলি
লাফিয়ে চলে উড়ায় ধুলি
তোদের হাসি পেটের ভেতর
খাচ্ছে ঘুরপাক।
ভাল বলেছেন। প্রথম লাইক।
২৪ শে অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৬:০১
বিএম বরকতউল্লাহ বলেছেন: ধন্যবাদ নিন। ভাল থাকুন।
৩| ২৪ শে অক্টোবর, ২০১৫ বিকাল ৫:৫৮
আলী প্রাণ বলেছেন: ভাল লাগা রেখে গেলাম। ভাল থাকবেন।
২৪ শে অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৬:০২
বিএম বরকতউল্লাহ বলেছেন: শুভেচ্ছা রইল।
৪| ২৪ শে অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৬:১১
মিথ্যে বল না বলেছেন: শুধুই ভাল লেগেছে...
২৪ শে অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৬:২০
বিএম বরকতউল্লাহ বলেছেন: ভাল লাগার জন্যই ত ছড়া।
ধন্যবাদ।
©somewhere in net ltd.
১|
২৪ শে অক্টোবর, ২০১৫ বিকাল ৫:৫০
ডাঃ মারজান বলেছেন: ভাই পড়ে অনেক হাসলাম।