![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শেওড়া ডালে বসেছিল
একটা ছোট ভূতে
ভেবেছিলাম দুষ্ট পাঁজি
মনু মিয়ার পুতে।
ভয় না পেয়ে হাত বাড়িয়ে
যেই বলেছি আয়
হাত দুটি তার লম্বা করে
ধরল আমার পায়।
হ্যাঁচকা টানে ঝুলিয়ে দিল
শেওড়া গাছের ডালে
হায় কি বিপদ! পড়ে গেলাম
ভূতের বেড়াজালে।
যা হয় হবে...
এককটা লাফে ভূতটাসহ
লাফিয়ে পড়ি নিচে
ডালা ভেঙে ধুমধুমাধুম
পিটনি দিলাম খিছে।
বাবা কাকা মামা ডেকে
পালিয়ে গেল ভূতে
ভাবছি এটা ছিল নাকি
মনু মিয়ার পুতে!!
২৫ শে অক্টোবর, ২০১৫ বিকাল ৫:৪৯
বিএম বরকতউল্লাহ বলেছেন: ধন্যবাদ। ভাল থাকুন।
©somewhere in net ltd.
১|
২৫ শে অক্টোবর, ২০১৫ বিকাল ৪:৫৯
সেলিম আনোয়ার বলেছেন: হাহা । দারুন মজার ছড়া ।