![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শহর থেকে এসো আমার গাঁয়ে
সকাল-সন্ধ্যা ঘুরবে খালি পায়ে।
নুয়ে পড়া ধানের শীষে
মাকড়সাদের জালে
মুক্তোদানার মালাগুলো
দোলে তালে তালে।
সকালবেলা সূর্য এসে
দিবে মলিন হাসি
পান্তা খেয়ে থিরথিরিয়ে
নামবে ক্ষেতে চাষী।
নরম রোদে পিঠ ঠেকিয়ে
খাবে তাজা মুড়ি
সঙ্গে দেবো মুলো মরিচ
ধনে পাতার কুঁড়ি।
নতুন ধানের পায়েস পিঠায়
মম সারা গাঁও
ঘুরে ফিরে ইচ্ছে মতো
হাত বাড়িয়ে খাও।
সাঁঝেরবেলা কুয়াশাদের
বসে যখন মেলা
গাঁয়ের যত ছেলে মেয়ে
সাঙ্গ করে খেলা।
এমনি কত সুখ আনন্দে
শীতের আসা যাওয়া
শীতের প্রাণে প্রাণ মিলিয়ে
অনেক কিছু পাওয়া।
দোয়েল পাখির গানের শিষে
©somewhere in net ltd.