![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এ তোমার কেমন লীলাখেলা
গাছের আগায় বসে বসে
করছ ভয়ের খেলা!
ওমা! গাছ থেকে নেমে এলো পা
এক হাত না দুই হাত না লম্বা বাইশ হাত
পায়ের পাতা আমার চোখের সামনে।
একি! এ তো দেখি আমার বউয়ের পা!
পা হাতিয়ে চুমু দিতেই আটকে গেলাম পায়ে
পড়ে গেলাম জটিল আঠার ফাঁদে।
পায়ের থেকে ঠোঁট ছোটে না; ঘুরছি পায়ের লগে।
হঠাৎ আমায় টেনে নিল গাছে।
দেখি, চোখের জলে ভাসিয়ে দেওয়া সেই পুরনো বউ!
যাকে হেরে কেটে দিলাম একটা কঠিন যুগ।
তুমি!?
আমি তোমার মরে যাওয়া বউ।
মরার পরে ভূত হয়েছি থাকি তোমার গাছে।
দেখা যখন হলো;
চলো, আমায় ঘরে নিয়ে চলো। হিঃ হিঃ
ধুর শয়তান। দূরে গিয়ে মর।
©somewhere in net ltd.
১|
২৭ শে অক্টোবর, ২০১৫ দুপুর ২:১৭
মোঃ হৃদয় শেখ বলেছেন: