![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এই ভরা কার্তিক মাসে
কিশোরীর মত সলজ হাসিতে
শীতেরা চলে আসে।
পুরনো চাদর টেনে তোলে নেয়
রাখালের উদোম গায়ে
সন্ধ্যেবেলা হারানো স্যাণ্ডেল খুঁজে
মেলে ধরে খালি পায়ে।
গরুর গোয়ালে খড় বিচালী
পুড়ে পুড়ে ধোঁয়া বেরোয়
ছেলেমেয়েরা চোখ বুঝে বুঝে
লাফিয়ে ধোঁয়া পেরোয়।
চাষা চাষী আর বউ ঝিয়েরা
চলনে বলনে হাসে
দুখের রজনী কেটে চলে যায়
ভরা কার্তিক মাসে।
ঘরে বাইরে উঠোন জমিতে
ছড়ানো সোনালী ধান
চাষীর হাতের নরম ছোঁয়ায়
মহান প্রভুর দান।
২| ২৮ শে অক্টোবর, ২০১৫ বিকাল ৫:৪৮
বিএম বরকতউল্লাহ বলেছেন:
ধন্যবাদ আপনাকে প্রকৃত মন্তব্য করার জন্য।
©somewhere in net ltd.
১|
২৮ শে অক্টোবর, ২০১৫ বিকাল ৪:৪৫
সেলিম আনোয়ার বলেছেন: মোটামুটি লাগলো ।