![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
হিজড়ার দল দোকান থেকে বয়াম নিয়েছে টেনে
টাকা দিবি; নইলে এখন ফেলব দোকান ড্রেনে।
দোকানী মৃদু প্রতিবাদ করে হিজড়ারা দেখায় অঙ্গ
দোকানীর মান ভেঙ্গে খান খান টাকা দিয়ে রাগ ভঙ্গ।
তারা কুড়ি টাকা নিয়ে এঁকে বেঁকে হেঁটে
চলে যায় অন্য খানে
সুস্থ সবল অঙ্গে ঢঙে হাত পেতে চলে
করুণার মলিন দানে।
আধা মানব আর আধা মানবী
তৃতীয় লিঙ্গধারী
কখনও পুরুষ গামছা লুঙ্গিতে
ওড়না থ্রিপিসে নারী।
জগতের কোনো প্রাণি
বেঁচে থাকে না করুণার ওপর
করুণায় মানহানী।
আমাদের কত বড়াই
চোখের সামনে করুণা নিয়ে
করছে বাঁচার লড়াই।
২৮ শে অক্টোবর, ২০১৫ রাত ৮:৪২
বিএম বরকতউল্লাহ বলেছেন: অনেক ভালো লাগল। আপনাকে অনেক ধন্যবাদ।
২| ২৮ শে অক্টোবর, ২০১৫ রাত ৮:৫২
আরণ্যক রাখাল বলেছেন: ওদের সাহায্য করতে না পারি, অন্তত ভাল চোখে দেখা উচিৎ| কারণ ওরা বাধ্য হয়েই কাজটা করছে|
ছড়াটা ভাল লেগেছে
৩| ২৮ শে অক্টোবর, ২০১৫ রাত ৯:১৫
বিএম বরকতউল্লাহ বলেছেন: আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন।
©somewhere in net ltd.
১|
২৮ শে অক্টোবর, ২০১৫ রাত ৮:১১
কিরমানী লিটন বলেছেন: ভিন্নমাত্রার পোষ্টের জন্য অনেক ধন্যবাদ আর শুভকামনা ...