![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ঠোকর মেরে একটি বগা
যেই ধরেছে সাপ
রশির মতো প্যাঁচিয়ে ধরে
দিচ্ছে বেদম চাপ।
বক ছাড়ে না সাপকে আর
সাপ ছাড়ে না বক
সাপের প্যাঁচে বকের ঠোঁট
এক্কেবারে লক।
অবশেষে হার মেনেছে
দু'জন দু'জনার কাছে
সাপ গিয়েছে পানির তলে
বক উড়েছে গাছে।
২| ০৩ রা নভেম্বর, ২০১৫ রাত ৯:৩৫
গেম চেঞ্জার বলেছেন:
বাহঃ চমৎকার!
নেভার গিভ আপ!
কানা বকের ছা,
দিচ্ছে দৌড় ঝাঁপ।
ঝুপটি মেরে টুপুর করে
ঠোঁটের কোণায় ধরে।
সাপের ছা'রে নিল দেখ আহাঃ রে!
সাপ বাছাও কি আর কম যায়?
গা ঘুরিয়ে দিল ভীষণ প্যাঁচ পেঁচায়,
বাঁচলো জানে সাপের ছা,
বকছানা তুই হাঁফ ছেড়ে যাঃ
৩| ০৪ ঠা নভেম্বর, ২০১৫ ভোর ৫:২৮
কিরমানী লিটন বলেছেন:
©somewhere in net ltd.
১|
০৩ রা নভেম্বর, ২০১৫ রাত ৯:৩০
থার্টিন বলেছেন: :-)