![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আয় দেখি ঝুলে পড়ি শুকনো ডালে
ঝুলে ঝুলে দোল খাব দোলনা চালে
ঝুলে পড়ে দুই জনে যায় বহু দূরে
নিচে জল ভয় কিরে হাওয়ায় ওড়ে
দুই জনে দোল খায় দেখে তিন জনে
ঝুলে দুলে কত মজা কিশোরের মনে
ডালা ছিঁড়ে দুই জনে জলে গিয়ে পড়ে
এই নিয়ে কিশোরেরা কত মজা করে!
০৪ ঠা নভেম্বর, ২০১৫ রাত ১০:৫০
বিএম বরকতউল্লাহ বলেছেন: ঠিক বলেছেন। ধন্যবাদ।
২| ০৪ ঠা নভেম্বর, ২০১৫ রাত ৯:৫৬
সালাহউদ্দীন আহমদ বলেছেন:
ভাল লাগলো।
০৪ ঠা নভেম্বর, ২০১৫ রাত ১০:৫১
বিএম বরকতউল্লাহ বলেছেন: শুভেচ্ছা নিন।
৩| ০৪ ঠা নভেম্বর, ২০১৫ রাত ৯:৫৯
এম রাজু আহমেদ বলেছেন: ভীষণ রসময় অসাধারণ একটা কবিতা পড়লাম!
প্রচণ্ড ভাল লাগলো পড়ে।
আমার পাতাতেও আসার আমন্ত্রন রইলো।
০৪ ঠা নভেম্বর, ২০১৫ রাত ১০:৫২
বিএম বরকতউল্লাহ বলেছেন: অনেক অনেক শুভ কামনা রইল।
৪| ০৪ ঠা নভেম্বর, ২০১৫ রাত ১০:১২
কিরমানী লিটন বলেছেন: অনেক মজার কবিতা,মুগ্ধতা রেখে গেলাম...
০৪ ঠা নভেম্বর, ২০১৫ রাত ১০:৫২
বিএম বরকতউল্লাহ বলেছেন: খুশি হলাম ভাই। ধন্যবাদ।
৫| ০৪ ঠা নভেম্বর, ২০১৫ রাত ১০:২৩
সাবলীল মনির বলেছেন: কবিতা ভাল লাগল, ছবিটা বাড়তি পাওনা ।
০৪ ঠা নভেম্বর, ২০১৫ রাত ১০:৫৩
বিএম বরকতউল্লাহ বলেছেন: হাঃ হাঃ
আমারও ভাল লেগেছে আপনার মন্তব্যটি। ধন্যবাদ।
৬| ০৫ ই নভেম্বর, ২০১৫ সকাল ৯:২০
টরপিড বলেছেন: বাহ! দারুণ!
ছোটবেলার অনেক কিছুই মনে পড়ে। একজন সুপারীর খোলে বসে আরেকজনের টেনে নিয়ে যাওয়া, গাছের উপর থেকে পুকুরে লাফিয়ে পড়া, কলা গাছের ভেলা বানিয়ে ঘন্টার পর ঘন্টা পানিতে ভাসা, আরো কত কী!
আহ! কৈশোর!
৭| ০৫ ই নভেম্বর, ২০১৫ দুপুর ১:১৫
কান্ডারি অথর্ব বলেছেন:
ভাল লাগল। +
©somewhere in net ltd.
১|
০৪ ঠা নভেম্বর, ২০১৫ রাত ৯:৫৫
নাবিক সিনবাদ বলেছেন: ঝোলাঝুলি খুব মজা
