![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এই ভরা কার্তিকে
ছড়িয়ে পড়েছে কৃষকের হাসি
গ্রাম থেকে চারদিকে।
কৃষকের গোলা ভরে উঠেছে
সোনার ফসল ধানে
ঘরে বাইরে আনন্দ বিলাস
উথলে উঠেছে প্রাণে।
ধানউড়ানীরা দলে দলে এসে
বাতাসে উড়ায় ধান
আকাশে বাতাসে ছড়িয়ে পড়ে
নতুন ফসলের ঘ্রাণ।
ধুলোবালিতে ধানের গণ্ধ, গতরে মাখে চাষী
নতুন ধানে মজুরি মিটায়, আনন্দে ফুটে হাসি।
ঘরে বাইরে বউ ঝিয়েদের, ব্যস্ত সময় কাটে
নতুন ধানের আনন্দে তারা,অষ্টপ্রহর খাটে।
কৃষকের মুখ বড় উন্মুখ, কথায় কথায় হাসে
ভাগ্য ভালো এই চাষীরা, রয়েছে চারপাশে।
©somewhere in net ltd.