নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পড়াশোনা করি। লেখালেখি করি। চাকরি করি। লেখালেখি করে পেয়েছি ৩টি পুরস্কার। জাতিসংঘের (ইউনিসেফ) মীনা মিডিয়া এ্যাওয়ার্ড ২০১১ ও ২০১৬ প্রথম পুরস্কার। জাদুর ঘুড়ি ও আকাশ ছোঁয়ার গল্পগ্রন্থের জন্য অধ্যাপক মোহাম্মদ খালেদ শিশুসাহিত্য পুরস্কার ২০১৬।

বিএম বরকতউল্লাহ

জানতে চাই।

বিএম বরকতউল্লাহ › বিস্তারিত পোস্টঃ

হঠাৎ সেদিন...

০৮ ই নভেম্বর, ২০১৫ দুপুর ২:০৬

সেদিন আমার হঠাৎ কী যে হলো!
হাত দুটি পাঙ্খা হয়ে গেলো
মাথাটাও লাগে এলোমেলো
চারপাশের সবকিছুই গাছপালা বন পাখি
ওদের সাথে ওদের মতো করছি মাখামাখি।

দিলাম উড়াল আকাশ পানে যাচ্ছি শোঁ শোঁ করে
মনেই নেই আমি তখন দাঁড়িয়ে ছিলাম ঘরে।

এই তো আমি সবুজ টিয়ে ময়না প্রজাপতি
বনে বনে উড়তে আমার তেমন কী আর ক্ষতি
উড়ছি বনে পাখির সথে গাছের ফাঁকে ফাঁকে
গেলাম উড়ে মধু খেতে মেৌমাছিদের ডাকে।
বনের যত পাকা ফল সবাই এলো উড়ে
পাখিগুলো গান ধরেছে নানান রকম সুরে।

পশুগুলি লেজটা তুলে করছে ছুটোছুটি
পাখিগুলি মনের সুখে খাচ্ছে লুটোপুটি।

বনবনানী ঘুরে ফিরে সন্ধ্যা হয়ে এলো
মায়ের ডাকে ছানাগুলি ঘরে চলে গেলো
শুনতে পেলাম মা আমাকে নামটি ধরে ডাকে
মায়ের ডাকে স্বপ্ন কি আর আমার সাথে থাকে?

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০৮ ই নভেম্বর, ২০১৫ বিকাল ৪:০৭

রক্তিম দিগন্ত বলেছেন: বেশ ভালো।

০৮ ই নভেম্বর, ২০১৫ বিকাল ৪:১২

বিএম বরকতউল্লাহ বলেছেন: শুভেচ্ছা নিন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.