![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এই বুড়ির বয়েস অনেক, শত ছুঁই ছুঁই
ছেলেমেয়ে নাতি পুতি, তিন কুড়ি দুই।
সংসার টেনে বুড়ি জ্বলে পুড়ে ছাই
যা ছিল আদরের দিয়ে দিত তাই
দিতে দিতে বুড়িটার সব হলো সারা
কেউ নেই তারপাশে কই গেল তারা?
যেদিকে তাকায় বুড়ি ধূ ধূ বালুচর
সবশেষে আছে তার ভাঙ্গাচুড়া ঘর।
ক্ষুধা নিয়ে চুপচাপ পড়ে থাকে বুড়ি
দুইবেলা পানি খায় একবেলা মুড়ি।
যেই হাতে মুঠি মুঠি বিলিয়েছে সুখ
সেই হাতে ভিক্ষা? কেঁপে উঠে বুক
বাদামের বল নিয়ে ফেরি করে পথে
তাই দিয়ে বুড়িটা চলে কোনোমতে।
অতীতের সুখ-দুখ পেছনে ফেলে
জীবন চলে না তবু চালায় ঠেলে।
কুঁজোবুড়ি ফেরি করে রাস্তায় বাসে
কোন কথা বললেই কাঁদে আর হাসে!
১১ ই নভেম্বর, ২০১৫ দুপুর ১:৪৪
বিএম বরকতউল্লাহ বলেছেন: খুশি হলাম, কারণ আমার লেখা আপনার হৃদয় ষ্পর্শ করতে পেরেছে।
ধন্যবাদ নিন।
২| ১১ ই নভেম্বর, ২০১৫ দুপুর ১:৫৪
নুরএমডিচৌধূরী বলেছেন: সংসার টেনে বুড়ি জ্বলে পুড়ে ছাই
যা ছিল আদরের দিয়ে দিত তাই
দিতে দিতে বুড়িটার সব হলো সারা
কেউ নেই তারপাশে কই গেল তারা?
৩| ১১ ই নভেম্বর, ২০১৫ দুপুর ১:৫৮
বিএম বরকতউল্লাহ বলেছেন: ?!!
৪| ১১ ই নভেম্বর, ২০১৫ বিকাল ৪:৫৪
দেশ প্রেমিক বাঙালী বলেছেন: ভালো লেগেছে। ধন্যবাদ।
ভালো থাকবেন নিরন্তর।
৫| ১১ ই নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৫৬
বিএম বরকতউল্লাহ বলেছেন: আপনাকে অনেক শুভেচ্ছা।
©somewhere in net ltd.
১|
১১ ই নভেম্বর, ২০১৫ দুপুর ১:৪০
মাহমুদা আক্তার সুমা বলেছেন: চোখে পানি চলে আসল।