![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সমুদ্রের বিক্ষুব্ধ উত্তাল জলরাশি
পাকখেয়ে উঠেছে আকাশে
তর্জন গর্জনে কিংকর্তব্যবিমূঢ়
বোবা মুখ প্রচণ্ড ফ্যাকাশে।
মৃত্যুর ঘণ্টাধ্বনি উঠেছে বেজে
হুংকারে ছুটোছুটি সব দিশাহারা
সাগরে তল থেকে অসংখ্য দানব
প্রচণ্ড আক্রোশে দিয়েছে তাড়া।
জীবনের সব আশা দিয়েছি ছেড়ে
এই বুঝি আত্মাটা লয়েছে কেড়ে
চোখ বুঝে সপে দিই জীবন মরণ
ভাষাহীন মুখে তাঁর লয়েছি স্মরণ।
চেয়ে দেখি সব ভুল আকাশের মেঘে
ঢেউ খেলে ধেয়ে আসে প্রচণ্ড বেগে।
মেঘেদের খেলা দেখে ভাবি কিয়ামত!
স্রস্টার লীলাখেলা নাকি নেয়ামত!!
২| ১১ ই নভেম্বর, ২০১৫ রাত ১১:১৪
বিএম বরকতউল্লাহ বলেছেন: আমার শুভেচ্ছা নিন।
©somewhere in net ltd.
১|
১১ ই নভেম্বর, ২০১৫ রাত ৮:২৫
সুশান্ত হাসান বলেছেন: লাভো লাগলো