![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শীতের আগমনে
খেকশেয়ালে ডেকে উঠে
দূরের কোনো বনে
পাড়ার কুকুর উঠলো তেতে
দেৌড়ে ছোটে আখের ক্ষেতে
ছেলেমেয়ের ঘুম ভেঙ্গে যায়
ভয়ের আলোড়নে।
হাঁস মুরগি খোপের ভেতর
কয় না কথা ভয়ে কাতর
কুকুর এসে অভয় দিলো
তাড়িয়ে দিলাম বনে।
সকালবেলা ছেলেমেয়ে
সামনে যাকে তাকে পেয়ে
বলল, আমরা ভয় পাইনি
সাহস ছিলো মনে।
©somewhere in net ltd.