![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পাড়ার ছেলেরা এক হয়েছে মাঠে
শক্তি সাহস নিয়ে তাদের বড়াই
কথায় কথায় উঠলো ক্ষেপে তারা
লেগে গেল মস্ত মোরগ লড়াই।
পাঁচটি ছেলে দাঁড়িয়ে তাদের পাশে
দেখছে ওদের হাতের চালাচালি
বেদম মারে যেই পড়ে যায় মোরগ
অমনি তারা জোরসে মারে তালি।
কে হেরেছে কে জিতেছে কে পড়েছে তলে
এসব ভুলে হাসি মুখে বাড়িতে যায় চলে।
©somewhere in net ltd.