![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ওরা সব হারিয়ে দিবানিশি করে দুখের চাষ
ওদের কষ্টগুলি পষ্ট হয়ে থাকে বারো মাস।
বেঁচে থাকার স্বপ্নগুলো হারিয়ে ফেলে ভাষা
সব যাতনা দেয় ভুলিয়ে স্বাধীনতার আশা।
চাওয়া পাওয়ার দ্বন্দ্ব ভুলে সামনে যখন তাকায়
ভাগ্য তাদের ঘোরে ফিরে সিমেন্ট বাঁধা চাকায়!
২| ২৯ শে মে, ২০১৬ রাত ১২:৩৪
কবি হাফেজ আহমেদ বলেছেন: হায়রে দেশ। হায়রে সমাজ।
৩| ২৯ শে মে, ২০১৬ সকাল ৯:২৭
ঢাকাবাসী বলেছেন: খেতে না পেলে কি হবে সন্তান উৎপাদনে থেমে নেই!
৪| ২৯ শে মে, ২০১৬ দুপুর ১২:৪৪
বিএম বরকতউল্লাহ বলেছেন: সবাইকে অফুরন্ত শুভেচ্ছা জানাই।
৫| ২০ শে জুলাই, ২০১৬ সন্ধ্যা ৬:৩০
শায়মা বলেছেন: এইসব ছবি কোথায় পাও ভাইয়া?
©somewhere in net ltd.
১|
২৯ শে মে, ২০১৬ রাত ১২:২০
আব্দুল্লাহ ইথার খান বলেছেন: অল্প কথায় অনেক কিছু বলে ফেললেন .... সমাজ বড্ড সার্থপর ! কেন ? আজো বুঝলাম না।