![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
তাঁরা ছিল পাশাপাশি বড় প্রতিবেশি
ভাগ্যের দোলাচালে হলো দুই দেশি
দুই দেশে দুই দল ভাগ হয়ে যায়
কেঁদেকেটে হয়রান নিয়েছে বিদায়।
কত স্মৃতি হাসি দুখ ক্ষনে ক্ষনে ভাসে
সুখে দুখে চোখ মেলে পাবেনারে পাশে
শেষ দেখা শেষ ছোঁয়া শেষ মাখামাখি
মানুষেরা মাঝে মাঝে হয়ে যায় পাখি!
©somewhere in net ltd.
১|
২৫ শে জুন, ২০১৬ দুপুর ১:০৩
ইকরাম উল হক বলেছেন:
শেষ দেখা শেষ ছোঁয়া শেষ মাখামাখি
মানুষেরা মাঝে মাঝে হয়ে যায় পাখি!
সত্যি বলছি আমার চোখে পানি এসে গেছে ।