![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কার কাছে বলে শাড়ি পরে তুই বাপের বাড়িতে যাস?
ক'দিন আগে না বেড়িয়ে এলি? হয়নি ত ছ'টি মাস!
আমি কি তোকে বকাঝকা করি, আদর করি না বুঝি?
বাজার থেকে ফেরার পথে চকলেট আনি না রোজই?
তারপরও কেন ঘন ঘন তুই বাপের বাড়িতে যাস
কার কাছে বলি, কষ্ট এত নির্মম পরিহাস!
অথবা
চাঁদের মতো মুখটা তোর, লুকিয়ে রাখিস কেন?
রূপে রঙ্গে দেখেই আমি হারাই যদি জ্ঞান।
তুই ত অনেক সুন্দরী মেয়ে লক্ষ্মী সোনা হীরে
দেখি, দেখি, চাঁদ বদনি তাকা ধীরে ধীরে।
আসলে,
এতটুকু বোন সাজুগুজু করে ভাইয়ের কাছে দাঁড়ায়
ছোটো ভাই তারে দেখেই অবাক আঁচলে হাত বাড়ায়।
এটা নিয়ে কত কথা বলা যায়, এটা নিয়ে হয় গল্প
কল্পলোকের আকাশসীমানা নয় মোটেও অল্প!!
©somewhere in net ltd.