![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সামনের দিকে সিংহী আর পেছনে কুমির বসা
মাঝখানে এক নিরীহ হরিণ জীবন-মরণ দশা!
ক্ষুধার পেটে কুমির বলে আমার দিকে আয়
সিংহী বলে বাচ্চা দুটির পরাণ যায় যায়।
ক্ষুধার পেটে সিংহী রাগে হলো ভীষণ চড়াই
বেধে গেলো সিংহী-কুমির ধুন্ধুমাধুম লড়াই।
লড়াই করে রক্ত ঝরায় বড়াই করে বলে
হরিণ খাব। হরিণ কই? হরিণ গেছে চলে!
©somewhere in net ltd.