![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এত্ত বড় জুতো পায়ে যাচ্ছ কোথা হেঁটে?
চুপটি করে থাকলে পরে মারব গুঁতো পেটে
আমার জুতো ছোট ছোট তোমার গুলো বড়ো
তোমার জুতো আমাকে দাও আমার জুতো ধরো।
ধরবিনা?
তা হলে চল হাতে ধরে দোলাদুলি খেলি
আয় ত দু'জন ডানে বামে করি হেলা হেলি।
তোর চুলের ফিতা কে বেধেছে এই ত খুলে গেলো
জানিস না তুই ফিতা ছাড়া চুল যে এলোমেলো?
আরে!
আমার গায়ে এত্ত জামা তোমার জামা কই?
জামা পরে আসো তুমি করব যে হই চই।
জবাববিহীন প্রশ্ন করে তুলছে যখন হাই
নেংটাপুটো কালো মেয়ে দাঁড়িয়ে আছে ঠাই!
©somewhere in net ltd.