![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমাদের মেয়েগুলি একেবারে লক্ষ্মী
ছিমছাম খুব স্মার্ট চটপটে পক্ষী।
বল খেলে গোল দেয় হালি হালি ছক্কা
দেশ থেকে বিদেশে টরে টরে টক্কা।
ছেলেগুলো?
ছেলেগুলো দুষ্টু মন দিয়ে খেলে না
খুব ভারী আলসে পাখা দুটো মেলে না।
গোল খেয়ে ফিরে আসে সে কিরে লজ্জা
বল খেলে জয় করা নয় ফুলসজ্জা।
তাতে কী তাতে কী হার জিত থাকবে
হেরে হেরে পাগুলো ভালো করে পাকবে।
পাকা পায়ে বাঁকা করে গোল তারা করবে
মেয়েদের মতো তারা দেশ তুলে ধরবে।
©somewhere in net ltd.