![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ছেলে, যা চাবি তুই তাই দিতে হবে?
'না দিলে আমি কী যে করুম টের পাবি তুই পরে'
রাগের মাথায় তরুণ ছেলে আগুন লাগায় ঘরে।
পুড়ে পুড়ে অবশেষে আগুনে বাড়ায় থাবা
ঘর পুড়ছে, ছটফটিয়ে পুড়ছে তারই বাবা।
দুখের আগুন মন পুড়েছে বাইরের আগুন দেহ
জ্বলে পুড়ে ছাই হয়ে যায় শ্রদ্ধা এবং স্নেহ।
পুড়ে পুড়ে হাসপাতালে মরল বাবা শেষে
আমিও বাবা, পাই না ভেবে কী হয়েছে দেশে!
কখন জানি চাওয়া-পাওয়ার দ্বন্দ্বে লাগায় তালা
মাতা-পিতা খতম করে জুড়ায় মনের জ্বালা।
এসব ভেবে মনের ভেতর জ্বলছে আগুন ধূ ধূ
শক্ত হয়ে এই দাঁড়ালাম, ভাবছি না আর শুধু!!
©somewhere in net ltd.