![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দেখেছিলাম তাঁকে আমি পত্রিকার এক পাতায়
বসে আছেন রাজাশনে রাজার মুকুট মাথায়!!
তিন ডজনের(!)সংবর্ধনাতে হাজির ছিলেন তিনি
জানিয়ে দিলেন জেলাবাসী তাঁর কাছে যে ঋণী।
পীরের মতো বসে আছেন চারিদিকে মুরিদ
পূর্ণ (!) হাতে হাত মেলালো শত শত সুহৃদ।
গলা ফাটিয়ে প্রশংসাতে বুঝিয়ে দিলেন তাঁরা
এমন পীরের আশেক হয়ে সবাই দিশাহারা।
কিন্তু কারো হয়নি জানা তাঁর কী অবদান
কী কারণে উথলে ওঠে জেলাবাসীর প্রাণ!
©somewhere in net ltd.