![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
তুমি আমায় সস্তা ভাবো কেনো?
ভাব করেছি তাতেই আমি বিলিয়ে দেবো দেহ?
তোমার সাথে হবে না বনানবনি
ভাবের সাথে ভাব মেলে না মিছেই আদর স্নেহ।
প্রেম পিরিতি ভালোবাসা সে তো অনেক দূরে
যেতে যেতে দেখছি তুমি খাবে কুঁড়ে কুঁড়ে।
এখন আমার উচিৎ হবে আবার ঘুরে দাঁড়াই
ভারসিটিতে পড়বো আমি তোমার আদর ছাড়াই।
©somewhere in net ltd.
১|
০১ লা অক্টোবর, ২০১৬ সন্ধ্যা ৭:১১
কবি হাফেজ আহমেদ বলেছেন: ভালো লাগলো । এগিয়ে যান , শুভাশিস রইল।