![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
জমছে আজব মেলা
পঞ্চভূতের খেলা
বলছে সবাই পেছন থেকে জোরসে মারো ঠেলা।
ঠেলা খেয়ে মেলা জুড়ে ঘুরছে আজব ভূতে
পেছন থেকে লাঠি হাতে তাড়ায় মনুর পুতে।
উড়ছে ঘুড়ি ছোড়াছুড়ি আকাশ দেখে নীল
ভূতেরা খুব মওকা পেয়ে হলো ভুবন চিল।
শহর জুড়ে চিল উড়ছে চিঁহি চিঁহি ডাকে
কেউবা আবার হাত বাড়িয়ে বলছে চিনি তাকে।
দালানকোঠা ইট পাথর আর লাগল না তার ভালো
গাঁয়ে গাঁয়ে আজব মেলায় জ্বালবে সুখের আলো।
©somewhere in net ltd.