![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
তুই না আমার সোনা মানিক টিয়ে এবং ফিঙ্গে
কুমড়ো আমার লাউ চিচিঙ্গা বরবটি আর ঝিঙ্গে।
পাঁবদা-পুঁটি বোয়াল জাগুর শিংগী বাইন টাকি
দেখনা তোকে আদর করে কত্তো নামে ডাকি!
যত্তো নামেই ডাকো সোনা তোমায় আমি চিনি
বেনারশি শাড়ি ব্লাউজ দাওনি আজও কিনি।
গয়নাগাটি যা দিয়েছো রঙ গিয়েছে মরে
ছিঁড়াফাঁড়া জুতা মোজা পড়ে আছে ঘরে।
যতই তুমি আদর করো চিড়ে ভিজে না মুখে
যা চেয়েছি তা দিলেই থাকবে তুমি সুখে।
এই যে ধরো কী কী লাগে লিখে দিলাম লিস্টি
'না' বলতেই ঝরঝরিয়ে ছুটলো ঝড় ও বিষ্টি।
©somewhere in net ltd.
১|
১৯ শে মার্চ, ২০১৭ দুপুর ২:১০
অতঃপর হৃদয় বলেছেন: অসাধারণ !!!!!!