![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
খবর পেলাম নন্দীবাবু হুক্কাজলে ছান করেন
সকালবেলা হাত-পা খুলে যাকে তাকে দান করেন!
ব্যাপারটা কি ব্যাপারটা কি রি রি করে লোক এলো
কিপটে নন্দীর কী হয়েছে মাথাটা তার খুব গেলো!
তথ্য নেয়া খুব ঝামেলা অন্দরে তার খুব কড়া
ফুচকি দিয়ে চৈতা পাগল হাতেনাতে খায় ধরা।
বাইরে থেকে শব্দ পেলাম চারাগাছে শিল পড়ে
চৈতা পাগল দিশেহারা মেয়েলোকের কিল চড়ে।
তারপরে যে কী ঘটেছে শোনার যদি লোক থাকে
শুনিয়ে দেব আচ্ছা করে সময় পেলে এক ফাঁকে।
১৫ ই মে, ২০১৭ বিকাল ৫:১১
বিএম বরকতউল্লাহ বলেছেন: ভাল লাগল আপনার মন্তব্য। ভাল থাকুন। ধন্যবাদ।
২| ১৫ ই মে, ২০১৭ বিকাল ৫:১৩
মোস্তফা সোহেল বলেছেন: কবিতা ভাল লেগেছে ভাইয়া।
১৫ ই মে, ২০১৭ বিকাল ৫:২৩
বিএম বরকতউল্লাহ বলেছেন: আপনাকে অনেক ধন্যবাদ।
৩| ১৫ ই মে, ২০১৭ সন্ধ্যা ৭:৫৫
আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: ভালো লিখেছেন।
১৫ ই মে, ২০১৭ রাত ৮:৪৪
বিএম বরকতউল্লাহ বলেছেন: ধন্যবাদ হেনা ভাই। ভাল থাকবেন।
©somewhere in net ltd.
১|
১৫ ই মে, ২০১৭ বিকাল ৪:৫৯
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: ভালো লাগা রইল নন্দীবাবুর রম্য কবিতা। কবির প্রতি শুভকামনা রইল।