![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শত ছুঁই ছুঁই বুড়িটার মনে সন্দে জেগেছে ভারি
এত যে গরম পড়েছে দেশে এত যে জ্বর-জ্বারি!!
ঘরে-বাইরে নিরাপদ নয় নারী ও শিশুর জান
টিভির খবরে বুড়ির হৃদয় ভেঙ্গেচুড়ে খানখান।
অভিযোগ করে ভুলভাল করে রোগিটা ফেলেছে মেরে
ভাঙচুর হয় হাসপাতালে লাঠি নিয়ে আসে তেড়ে।
অতপর দেখে ঘুষের দায়ে টিচার গিয়েছে জেলে
অসুবিধাগুলো বিবেচনা করে কান্না এসেছে ঠেলে।
©somewhere in net ltd.