![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বড় হতে হতে ছোট হয়ে যায়
তবু বলে আরো চাই
আছে তার যত চাই আরো তত
সারাদিন খাই খাই।
দেখে মনে হয় মেটে না ক্ষুধা
চারপাশে তার অমৃত সুধা
কোনে কিছুতেই না নেই তার
সব কিছু তার চাই।
হঠাৎ তাহার ব্যামো হলো খুব
হিসেবের খাতায় শুয়ে দেয় ডুব
কতটা তার নিজের হয়েছে কতটা রয়েছে বাইরে
হিসেবের খাতা পাশে পড়ে থাকে আয়ু বুঝি আর নাইরে!
২৯ শে জুন, ২০১৭ বিকাল ৪:০০
বিএম বরকতউল্লাহ বলেছেন: আমারও ভাল লাগল। শুভেচ্ছা নিন।
©somewhere in net ltd.
১|
২৯ শে জুন, ২০১৭ বিকাল ৩:৫৯
প্রথমকথা বলেছেন: খুব সুন্দর লিখেছেন,
দেখে মনে হয় মেটে না ক্ষুধা
চারপাশে তার অমৃত সুধা
কোনে কিছুতেই না নেই তার
সব কিছু তার চাই।
ভাললাগা।