![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
তোরা ছোট লোক
থাকব না আর
দেখিস তোদের সাথে;
পেয়ে গেছি আজ
আসল খাবার
উঠেছি এবার জাতে।
২| ০১ লা জুলাই, ২০১৭ বিকাল ৪:০৯
শূন্যনীড় বলেছেন: হা হা হা দারুণ দিয়েছেন। +++++
৩| ০১ লা জুলাই, ২০১৭ বিকাল ৫:১৯
তোমার জন্য মিনতি বলেছেন: দারুণ ++++
৪| ০১ লা জুলাই, ২০১৭ বিকাল ৫:৫৫
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: ছড়াটির মর্মকথা মনে হচ্ছে খুব বেদনাময়, অকৃতজ্ঞ মনের প্রকাশ ঘটিয়েছে।
৫| ০২ রা জুলাই, ২০১৭ রাত ১২:১১
ধ্রুবক আলো বলেছেন: ছোট কিন্তু মজার কবিতা।
৬| ০২ রা জুলাই, ২০১৭ রাত ১:৩৬
কানিজ রিনা বলেছেন: এক্কেয়ারে সেরাম কবতে। বেশ সত্য, ধন্যবাদ।
৭| ০২ রা জুলাই, ২০১৭ সকাল ১০:২০
বিএম বরকতউল্লাহ বলেছেন: আপনাদের মূল্যবান মন্তব্যগুলো আমাকে অনুপ্রাণীত করে।
খারাপ লাগে যখন যথাসময়ে এর জবাব দিতে পারি না।
আমার এ অপারগতার জন্য বরাবর আমি লজ্জিত ও দুঃখিত।
সবার জন্য শুভ কামনা।
©somewhere in net ltd.
১|
০১ লা জুলাই, ২০১৭ দুপুর ২:৪০
ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: অল্প কথায় অনেক সুন্দর লিখেছেন।