![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মনার বাপে মাথায় করে
আনল কিনে কোষা
এই না দেখে রিকসাওলার
মনে বড় গোস্যা।
বৃষ্টিজলে শহর যখন
যাচ্ছে ডুবে ঢুবে
মনার বাপে কোষা বায়
পচিম থেকে পুবে।
বৃষ্টি হলে এই শহরে বন্ধ গাড়ির চাকা
মনার বাপে গান গায় জলোত্তমা ঢাকা...।
০৫ ই জুলাই, ২০১৭ দুপুর ২:৪২
বিএম বরকতউল্লাহ বলেছেন: ঠিক বলেছেন। যত বড় কথা তত বড় কাজ হয় না।
ধন্যবাদ।
২| ০৫ ই জুলাই, ২০১৭ বিকাল ৩:০১
আজীব ০০৭ বলেছেন: জলোত্তমা ঢাকা!! ভালোই নাম দি্য়েছেন.।
০৫ ই জুলাই, ২০১৭ বিকাল ৩:১০
বিএম বরকতউল্লাহ বলেছেন: জলের নিচে চাক্কা ঘুরে নাম দেব কী ভাই?
ধন্যবাদ।
৩| ০৫ ই জুলাই, ২০১৭ রাত ৮:১৫
আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: তিলোত্তমা নয়, জলোত্তমা? হাঃ হাঃ হাঃ। ভালো শব্দচয়ন করেছেন।
ধন্যবাদ ভাই বি এম বরকতউল্লাহ।
৪| ০৬ ই জুলাই, ২০১৭ সকাল ৯:৫৬
তানুন ইসলাম বলেছেন: ফ্রেমে বাঁধাই করার মতো ছবি,আহ!!!! জোলোত্তমা
©somewhere in net ltd.
১|
০৫ ই জুলাই, ২০১৭ দুপুর ২:১৬
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: দারুণ বলেছেন ছন্দে ছন্দে। আমরা জলকেলি খেলার শহর পেয়েছি!!
মেয়র সাবদের চোখে টিনের চশমা, মুখে খালি বড় বড় কথা।