| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
জন্ম দিনের দাওয়াত পেলেই 
যাও গো যদি ছুটে
যায় না বলা তোমার সে ধন 
নিতেও পারে লুটে।
অভিজাতের দোহাই দিয়ে 
চলছে এমন ধারা
ফিরে আসে দাওয়াত খেয়ে
হয়ে সর্বহারা!
২| 
০৬ ই জুলাই, ২০১৭  বিকাল ৪:২৭
বিএম বরকতউল্লাহ বলেছেন: সচেতন না হলে পস্তাতে হবে।
কদিন বাদে ধর্ষক জোন নামে এলাকার নামকরণ হতে পারে!!
শুভেচ্ছা রইল।
৩| 
০৬ ই জুলাই, ২০১৭  বিকাল ৪:৩০
আমি চির-দুরন্ত বলেছেন: নগদ খবর নিয়ে আপনি খুব তাড়াতাড়ি কবিতা লিখে ফেলতে পারেন।
 
০৬ ই জুলাই, ২০১৭  বিকাল ৪:৪৯
বিএম বরকতউল্লাহ বলেছেন: চেষ্টা করি। 
ভাল থাকবেন। অনেক শুভেচ্ছা।
৪| 
০৬ ই জুলাই, ২০১৭  বিকাল ৪:৪০
জীবন সাগর বলেছেন: দারুণ লিখেছেন, সত্যি ঘটনাবহ ছন্দেবন্ধে বুঝিয়ে গেলেন। মুগ্ধতা রইল।
 
০৬ ই জুলাই, ২০১৭  বিকাল ৪:৪৯
বিএম বরকতউল্লাহ বলেছেন: আনন্দিত হলাম।
ধন্যবাদ রইল।
৫| 
০৬ ই জুলাই, ২০১৭  বিকাল ৫:৫২
জীবন সাগর বলেছেন: আপনার প্রতিটি ছড়া ভালো লাগে আমার। যেকোনো বিষয়ে খুব দ্রুত লিখতে পারেন আপনি।
শুভকামনা আপনার জন্য।
৬| 
০৬ ই জুলাই, ২০১৭  সন্ধ্যা  ৬:৩৯
কলাবাগান১ বলেছেন: পক্ষান্তরে ধর্ষক এর দোষটা কমায়ে দিলেন ..বাহ বেশ...এই সুযোগে যারা শুধু মেয়েদের দোষ খুজে বেড়ায় তাদের প্রশংসায় ভেসে গেলেন।
৭| 
০৭ ই জুলাই, ২০১৭  রাত ১:৩৬
ধ্রুবক আলো বলেছেন: সুন্দর লিখেছেন।
©somewhere in net ltd.
১|
০৬ ই জুলাই, ২০১৭  বিকাল ৪:২২
বিদ্যুৎ বলেছেন: খুব সুন্দর করে ফুটিয়ে তুলেছেন। যাদের এটি জানা দরকার তারা তো দেখবেও না পড়বেও না। শুভকামনা রইল।