| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
বিদেশ থেকে বন্ধু আমার 
বুলেট গতি বেগে
এসে দেখে আমি একা 
রাত্রি আছি জেগে।
কী খাওয়াব কেমন করে 
গতির উপর চলা
খাইয়ে দিলাম তিন মিনিটে 
এমনই ছলাকলা।
 
১২ ই জুলাই, ২০১৭  দুপুর ২:৩৪
বিএম বরকতউল্লাহ বলেছেন: হাহহা।
ভাল লিখেছেন।
২| 
১২ ই জুলাই, ২০১৭  রাত ৯:২৫
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: ভালো লাগাই দিলেন অল্পকথাতেই ++++
 
১৩ ই জুলাই, ২০১৭  সকাল ১১:১১
বিএম বরকতউল্লাহ বলেছেন: শুভেচ্ছা নিন।
৩| 
১৩ ই জুলাই, ২০১৭  দুপুর ১২:৪৬
ধ্রুবক আলো বলেছেন: হা হা হা, ভালো লাগলো।
 
১৩ ই জুলাই, ২০১৭  বিকাল ৪:১৬
বিএম বরকতউল্লাহ বলেছেন: আমারও ভাল লেগেছে। ভাল থাকুন আপনিও।
©somewhere in net ltd.
১|
১২ ই জুলাই, ২০১৭  দুপুর ২:২৬
মোহাম্মদ বাসার বলেছেন: ছলাকলায় বীচি নেই
 
তবুও গলায় বাঁধে,
উদোর পিন্ডি বদুর ঘাড়ে
কেই রাখে কি সাধে?