![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
লজ্জা শরম নেই!!
যা করেছি গোপন করে প্রকাশ করে দিলি
নেতা আমি এমন কী আর খুব সামান্য সিলি।
যা করেছি বেশ করেছি চুপটি করে থাক
কীসের এত চিল্লাচিল্লি কীসের হাক ডাক?
ভীষণ বাড়া বেড়েছিস তোরা ঘার করেছিস ত্যাড়া
তুলে এনে করে দিলাম মা মেয়েকে ন্যাড়া।
এখন তোরা শহর ছেড়ে গ্রামে চলে যা
ভিক্ষা করে বাড়ি বাড়ি গোঞ্জা দিয়ে খা।
নারীর সাথে লড়াই করে খুশিতে দিশাহারা
হঠাৎ দেখে সামনে একি পুলিশ এসে খাঁড়া।
নেতার হাতে ফিতার বদল পড়েছে হাতকড়া
ছাড় পাবি না পাতিনেতা খেয়েছিস তুই ধরা।
৩০ শে জুলাই, ২০১৭ দুপুর ২:৫০
বিএম বরকতউল্লাহ বলেছেন: আপনাকে অনেক ধন্যবাদ।
২| ৩০ শে জুলাই, ২০১৭ বিকাল ৩:৪৮
সনেট কবি বলেছেন:
কবি বি এম বরকতউল্লাহ
নিজমনে গেঁথে চলে ছন্দের মালায়
কবিতার ফুল দলে নিরন্ত প্রত্যয়ে
হে বি এম বরকত উল্লাহ হে কবি
স্বযতনে গড়ছেন সাহিত্য ভান্ডার।
দৃষ্টিতলে যখন যে চিত্রের উদয়
চলমান ঘটনায় ঘটছে সর্বদা
সে সকল চিত্রতেই কবিতা কবির
প্রাণবন্ত হয়ে উঠে কাব্যের গগণে।
ওহে কবি এ ক্ষণের সময় এখন
কেমন কি কবিতায় আবদ্ধ করেন?
কাব্য ছন্দ দক্ষতায় অনন্য এ কাজ।
অফুরান দেখে প্রাণ আবেগ ও ছন্দ
মুগ্ধতায় ভরামন নির্বাক বচন
কৌতুহলে পড়ে সব দারুণ কথন।
৩০ শে জুলাই, ২০১৭ বিকাল ৪:১৭
বিএম বরকতউল্লাহ বলেছেন: সত্যিই আমি অবাক হয়েছি আপনার এই কবিতাটি পড়ে।
সনেট কবিতা হয়তো আমরা অনেকেই বুঝি না। কিন্তু এর ভেতরকার যে সেৌন্দর্য আর আবেদন আছে তার সম্ভাবনা ও চাহিদা ফুরাবে না কোনোদিন।
আমার মতো অতি নগণ্য মানুষকে কবি সম্বোধন করে যা লিখেছেন তা চিরদিন মনে থাকবে।
কবিতাটি আমি অন্যত্র যত্ন করে রেখে দিলাম।
আপনার প্রতি অন্তহীন শুভেচ্ছা আর কৃতজ্ঞতা।
৩| ৩০ শে জুলাই, ২০১৭ বিকাল ৪:৫৯
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: বড় ন্যক্কারজনক ঘটনা ঘটিয়েছে কিছু মানুষরূপী কুকুর। তাদের মৃত্যুদণ্ড চাই।
আপনার কবিতায় অনেক অনেক ভালো লাগা রইল ভাই। সুন্দর লিখেছেন।
৪| ৩০ শে জুলাই, ২০১৭ বিকাল ৫:০০
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: ২ নং মন্তব্যে প্রিয় সনেট কবির সনেটে মুগ্ধতা ও কৃতজ্ঞতা রাখছি।
৫| ৩০ শে জুলাই, ২০১৭ বিকাল ৫:১৭
বিএম বরকতউল্লাহ বলেছেন: কত বড় পশু হলে এমন করে তারা?
অশেষ ধন্যবাদ।
©somewhere in net ltd.
১|
৩০ শে জুলাই, ২০১৭ দুপুর ১২:৩২
কাজী ফাতেমা ছবি বলেছেন: সুন্দর হয়েছে