![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যখন তখন হাসবিনাতো চুপটি করে থাক
বেটে লোকের মাথা ভরা মস্ত বড় টাক।
টাক দেখেই হা হা করে হাসে পাড়ার ছেলে
রাগের ঠেলায় টাকু বলে হাতের কাছে পেলে...
কী যে করুম কেউ জানে না মনে মনে থাক
তোদের হাসির কারণটা কি আমার মাথায় টাক।
কারণও নাই বারণও নাই এমনি এমনি হাসি
হাসির পরে বাঁকা হয়ে রতনে দেয় কাশি
কাশির পরে হা করে সে জোরসে করে হাইচ্ছ
ভেংচি কটে টাকু বলে হাজার বছর বাইচ্ছ।
©somewhere in net ltd.
১|
০৮ ই আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৬:৪০
মাহবুবুল আজাদ বলেছেন: হা হা হা
দারুন