| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
ঘরের কথা পরের 
কাছে গেলে
কথাগুলো রঙিন 
পাখা মেলে;
তারা চলার পথে 
ধরে নতুন বাঁক
ঘরে যখন ঢোকে 
কোনো কাক।
ঘর শক্রু বিভীষিকা
হৃদয় পুড়ে কালা
ঝগড়াঝাটি হাঁটি হাঁটি
দু কান ঝালাপালা।
২| 
২১ শে আগস্ট, ২০১৭  বিকাল ৫:২৫
রাজীব নুর বলেছেন: হে কাক। কালো কাক।
তুমি বসে আছো টেলিফোনের কালো তারের উপর।
কত খবর যায়, কত খবর আসে।
তাতে তোমার কি?
জানি তোমার কিছু না।
তাতে আমার কি?
৩| 
২২ শে আগস্ট, ২০১৭  ভোর ৫:২৭
শুভ্র বিকেল বলেছেন: অনেক সুন্দর বলেছেন। শুভকামনা।
©somewhere in net ltd.
১|
২১ শে আগস্ট, ২০১৭  বিকাল ৫:০৭
দেশ প্রেমিক বাঙালী বলেছেন: চমৎকার।
ভালো থাকুন নিরন্তর। ধন্যবাদ।