![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ভাল লেখা পোস্ট দিলে
হয়ে যায় চুরি
কতখানে কত নামে
করে ওড়াউড়ি!
লেখা নিয়ে লাভ কীরে
প্রতিভাটা ধর
নিজগুণে লেখা লিখে
ভরে ফেল ঘর।
চোর চোর চোর বেটা নিবি কয় খান?
লেখালেখি সোজা নয়-স্রস্টার দান!
১০ ই সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৩:২১
বিএম বরকতউল্লাহ বলেছেন: চোরে না শোনে ধর্মের কাহিনী!!
ধন্যবাদ।
২| ১০ ই সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৪:১৪
আসাদুজ্জামান জুয়েল বলেছেন: চোরে না শোনে ধর্মের কাহিনী। দারুন লিখেছেন কবি। ধন্যবাদ সুন্দর কবিতা উপস্থাপনের জন্য।
৩| ১০ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১০:১৮
রাজীব নুর বলেছেন: ব্লগ থেকেও বেশী লেখা চুরী হয় অনলাইন পত্রিকা গুলোতে।
৪| ১১ ই সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৪:৩৪
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: চুরিকরা লেখা আর পরহস্তে ধন
নাহি লেখা নাহি ধন হলে প্রয়োজন
৫| ১১ ই সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৪:৪১
সেলিম আনোয়ার বলেছেন: লেখালেখি সোজা নয়-স্রস্টার দান!
সুন্দর । এবং সহমত ।
৬| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৭ সকাল ১১:২০
এম আর তালুকদার বলেছেন: এক চোর আমার স্কেচ ও লেখা চুরি করার পর তাকে ঠিক এই কবিতার মত বুঝাতে গিয়ে আজও বিপদে আছি।
©somewhere in net ltd.
১|
১০ ই সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৩:১৬
মোস্তফা সোহেল বলেছেন: চোরেরা এই সব কোন দিনই বুঝিবে না ভাইয়া।
ছড়া ভাল লেগেছে।