| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
হা হা ব্যাপারখানা সত্যি অপরূপ
তুমি যখন কথা বল আমি থাকি চুপ।  
ঘরে এসে গভীর রাতে
বন্ধু এবং নেশার সাথে
আদেশ পেলেই পাঁচ মিনিটে
বানিয়ে দেই স্যুপ।
গভীর ঘোমে আবোল-তাবোল
স্বপ্নে আমায় ডাকলে কেবল
ধড়ফড়িয়ে উঠেই আমি
জ্বালিয়ে দিলাম ধূপ।
আদর করে দুটি কথা/ভেঙ্গে দিলাম নীরবতা
মোচড় দিয়ে উঠেই তুমি
বললে আমায়, চুপ।
গভীর রাতের অন্ধকারে ঠাণ্ডা হলো স্যুপ!!
 
০৯ ই ডিসেম্বর, ২০১৭  সকাল ১০:৫১
বিএম বরকতউল্লাহ বলেছেন: আপনি তো কম যান না ভাই!!
দারুন অভিব্যক্তি। ধন্যবাদ।
২| 
০৭ ই ডিসেম্বর, ২০১৭  সন্ধ্যা  ৬:৫৭
রাজীব নুর বলেছেন: অ-নে-ক দিন পর !!!!
 
০৯ ই ডিসেম্বর, ২০১৭  সকাল ১০:৫৩
বিএম বরকতউল্লাহ বলেছেন: ভাই আমি লজ্জিত। সময় দিতে পারছি না। চেষ্টা করছি সময় দেওয়ার জন্য। ভাল থাকবেন।
৩| 
০৮ ই ডিসেম্বর, ২০১৭  দুপুর ১২:১৮
ধ্রুবক আলো বলেছেন: হা হা হা, বেশ মজার ছড়া।
 
০৯ ই ডিসেম্বর, ২০১৭  সকাল ১০:৫৩
বিএম বরকতউল্লাহ বলেছেন: ধন্যবাদ ।
©somewhere in net ltd.
১|
০৭ ই ডিসেম্বর, ২০১৭  সন্ধ্যা  ৬:২০
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
নেশার সাথে বন্ধু পেলে
বাতি যদি নাইবা জলে
তাতেই বেশী সুখ।
দেখার কি তার আছে সময়
স্যুপ বানিয়ে কে বসে থাকে
বুকে নিয়ে দুঃথ।