![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ঘুষ খেয়ে হুঁশ নেই লারে লারে লাপ্পা
তাল নেই বেতালে দুদকের থাপ্পা।
চেহারাটা রোশনাই তিনি বড় কর্তা
খপ্পরে পড়ে তার কত লোক ভর্তা!
কত টাকা লাগে তোর কত বাড়ি গাড়ি
কতটুকু জমি লাগে কয়খানা নারী!
কত বড় অফিসের কত বড় বস
কতটুকু হলে পরে বলবিরে ব্যস্।
ধন মান চাকরিটা যেতে পারে চলে
জেলখানা গারদে যাবি পচে গলে
ঘুষ খেয়ে কতো-কিছু করে গেলি জমা
সব গেলো জলে তোর পাবিনারে ক্ষমা!
২৫ শে জানুয়ারি, ২০১৮ সকাল ১০:৪৮
বিএম বরকতউল্লাহ বলেছেন: স্বাগতম।
শুভেচ্ছা নিন।
২| ২৫ শে জানুয়ারি, ২০১৮ রাত ১:০০
মোঃ নুরউদ্দিন কবির বলেছেন: লাভ নেই বলে কয়ে ওরা সব কুত্তা
খাবে ওরা ঘুষ তবু জানেনা গু-মুত তা,
মানুষের কষ্ট চোখে কভু পরে না
ওরা তো মানুষ নয় কাতারেই পরে না।
২৫ শে জানুয়ারি, ২০১৮ সকাল ১০:৪৯
বিএম বরকতউল্লাহ বলেছেন:
ভাল লিখেছেন। ধন্যবাদ।
৩| ২৫ শে জানুয়ারি, ২০১৮ সকাল ১০:১২
ধ্রুবক আলো বলেছেন: সুন্দর লিখেছেন।
২৫ শে জানুয়ারি, ২০১৮ সকাল ১০:৪৯
বিএম বরকতউল্লাহ বলেছেন: ধন্যবাদ আলো ভাই।
৪| ২৫ শে জানুয়ারি, ২০১৮ সকাল ১০:৩১
রাজীব নুর বলেছেন: চমতকার।
গত এক মাসের যত গুলো লিখেছেন এটাই বেস্ট।
২৫ শে জানুয়ারি, ২০১৮ সকাল ১০:৫০
বিএম বরকতউল্লাহ বলেছেন: আমি পরীক্ষায় পাস করেছি।
ধন্যবাদ।
©somewhere in net ltd.
১|
২৪ শে জানুয়ারি, ২০১৮ রাত ১১:৩৪
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: ভালো লাগল।