| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
 তাদের মতো দিলে না কেনো দুই হাতে সব ঢেলে
আমাকে দিয়েছ দুহাতে যত
কেড়ে নিয়েছ তার শত শত   
তাদের মতো হাসতে পারি না মুখটি অমন মেলে।
তোমার যতো চাওয়া-পাওয়া
সব করে দাও হাওয়া-হাওয়া
এমনি করে যা পাবে তাই, না দাও যদি ফেলে
দেখবে তখন সুখ এসেছে তোমার দুয়ার ঠেলে।
 
২৭ শে জানুয়ারি, ২০১৮  সকাল ৭:৩৮
বিএম বরকতউল্লাহ বলেছেন: চাঁদগাজী ভাইয়ের জয় হোক।
২| 
২৬ শে জানুয়ারি, ২০১৮  সকাল ১১:৫০
তারেক_মাহমুদ বলেছেন: সুখ আসলে কোথায়?  
অনেকে কোটি টাকার মালিক মালিক হয়েও সুখ পায় না আমার অনেকে বস্তির মধ্যেও সুখ খুজে পায়।
কবিতাটি সুন্দর হয়েছে বরকতউল্লাহ ভাইয়া। 
 
২৭ শে জানুয়ারি, ২০১৮  সকাল ৭:৩৯
বিএম বরকতউল্লাহ বলেছেন: সুখ সেতো নিজের কাছে 
হাত বাড়ালেই পাই।
তারেক ভাই শুভেচ্ছা নিন।
৩| 
২৬ শে জানুয়ারি, ২০১৮  দুপুর ১২:০০
দিলের্ আড্ডা বলেছেন: উত্তর হয়তো পাবেন একদিন।
 
২৭ শে জানুয়ারি, ২০১৮  সকাল ৭:৩৯
বিএম বরকতউল্লাহ বলেছেন: ধন্যবাদ।
৪| 
২৬ শে জানুয়ারি, ২০১৮  দুপুর ১২:৩৩
রাজীব নুর বলেছেন: ছবিটা দেখেই মনটা খুশিতে ভরে গেল।
তিনজনেরই সহজ সরল হাসিমাখা মুখ।
 
২৭ শে জানুয়ারি, ২০১৮  সকাল ৭:৪০
বিএম বরকতউল্লাহ বলেছেন: আপনি সুখী মানুষ।
নুর ভাই শুভেচ্ছা নিবেন।
৫| 
২৬ শে জানুয়ারি, ২০১৮  দুপুর ২:১৩
শামচুল হক বলেছেন: যেমন ছবি তেমন কবিতা। ধন্যবাদ
 
২৭ শে জানুয়ারি, ২০১৮  সকাল ৭:৪০
বিএম বরকতউল্লাহ বলেছেন: হক ভাই আপনার মন্তব্যে অনেক খুশি হলাম।
৬| 
২৬ শে জানুয়ারি, ২০১৮  বিকাল ৩:০৮
ধ্রুবক আলো বলেছেন: ছবির দৃশ্যটা অনেক কিছুই বুঝাচ্ছে।
 
২৭ শে জানুয়ারি, ২০১৮  সকাল ৭:৪১
বিএম বরকতউল্লাহ বলেছেন: আমার ভালবাসা নিন আলো ভাই।
৭| 
২৬ শে জানুয়ারি, ২০১৮  বিকাল ৩:৪৪
ভ্রমরের ডানা বলেছেন: 
সুখ টাকা দিয়ে কেনা যায় না। কবিতা ও ছবিটা তাই বলছে! চমৎকার ভাবনা!
 
২৭ শে জানুয়ারি, ২০১৮  সকাল ৭:৪১
বিএম বরকতউল্লাহ বলেছেন: আপু ঠিক কথা বলেছেন।
আমার অভিনন্দন গ্রহণ করুন।
৮| 
২৬ শে জানুয়ারি, ২০১৮  সন্ধ্যা  ৭:৪৩
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: 
পাঁচতলাতে সুখ নাই বন্ধু সুখ বুঝি গাছতলায়
একটু দিও তোমার থেকে সুখ পাবো এবেলায়।
চাই না তোমার অর্থকড়ি সুখ থাকুক জীবনভরি,
দিও খুশি-সুখের পরশ, কইরো না পর হেলায়। 
ছবি কাব্য দুটোতেই রইল মুগ্ধতা। 
 
২৭ শে জানুয়ারি, ২০১৮  সকাল ৭:৪২
বিএম বরকতউল্লাহ বলেছেন: নয়ন ভাইয়ের কবিতা পড়ে মন হয়ে যায় ভাল। 
ধন্যবাদ কবি।
©somewhere in net ltd.
১|
২৬ শে জানুয়ারি, ২০১৮  সকাল ১১:১২
চাঁদগাজী বলেছেন:
জয় বাংলা, জয় মালগাড়ী