| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
 
ঠোকর মেরে একটি বগা
যেই ধরেছে সাপ
রশির মতো প্যাঁচিয়ে ধরে
দিচ্ছে বেদম চাপ।
 
বক ছাড়ে না সাপকে আর
সাপ ছাড়ে না বক
সাপের প্যাঁচে বকের ঠোঁট
এক্কেবারে লক।
হার মেনেছে লড়াই করে
দু'জন দু'জনার কাছে
সাপ গিয়েছে পানির তলে
বক উড়েছে গাছে।
২| 
২৮ শে ফেব্রুয়ারি, ২০১৮  সকাল ১১:২৭
মোস্তফা সোহেল বলেছেন: মজার ছড়া ভাল লেগেছে ভাইয়া।
৩| 
২৮ শে ফেব্রুয়ারি, ২০১৮  সকাল ১১:৩০
তারেক_মাহমুদ বলেছেন: দারুণ খুবই মজার ছড়া।
৪| 
২৮ শে ফেব্রুয়ারি, ২০১৮  সকাল ১১:৩৩
মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: বেশ হয়েছে , বেশ হয়েছে
৫| 
২৮ শে ফেব্রুয়ারি, ২০১৮  সকাল ১১:৩৪
কামরুননাহার কলি বলেছেন: কিন্তু সাপ কি বককে মাড়রে দিলো না ভাইয়া?
৬| 
২৮ শে ফেব্রুয়ারি, ২০১৮  সকাল ১১:৩৭
নূর-ই-হাফসা বলেছেন: আপনার ছবির জন্য লেখা কবিতা গুলো সর্বদা বেশ ভালো লাগে
৭| 
২৮ শে ফেব্রুয়ারি, ২০১৮  দুপুর ১২:৩১
বিলিয়ার রহমান বলেছেন: একটা যৌথ প্রযোজনার হার!  ![]()
ভালো হয়েছে" ![]()
৮| 
২৮ শে ফেব্রুয়ারি, ২০১৮  দুপুর ১২:৩৪
সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর।
৯| 
২৮ শে ফেব্রুয়ারি, ২০১৮  দুপুর ১:৪২
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: দুজনেই ব্যর্থ!! দারুণ বুঝিয়েছেন কবিবর।
'অসামঞ্জস্যতা' কিংবা 'হিসেব বুঝে যোগফল' 
নিজকে বুঝেছে যেজন সে'তো হয়েছে সফল।
১০| 
২৮ শে ফেব্রুয়ারি, ২০১৮  বিকাল ৩:৪১
খায়রুল আহসান বলেছেন: বাহ, চমৎকার বলেছেন। ছবিটাও সুন্দর হয়েছে।
১১| 
২৮ শে ফেব্রুয়ারি, ২০১৮  বিকাল ৪:৩৯
রাজীব নুর বলেছেন: খুব সুন্দর।
১২| 
২৮ শে ফেব্রুয়ারি, ২০১৮  বিকাল ৫:৩০
শায়মা বলেছেন: মজার ছড়া! ![]()
১৩| 
২৮ শে ফেব্রুয়ারি, ২০১৮  সন্ধ্যা  ৭:৫৪
মলাসইলমুইনা বলেছেন: মজার ছড়ার মতো মানুষের যুদ্ধগুলোতেও হারজিতের পরে সাপের পানির তল আর বকের গাছে যাবার মতো মানুষও যদি ঘরের ছাদের তলে ফিরতে পারতো ! মানুষের দু'দলই মাটির তলে যাচ্ছে !
১৪| 
০১ লা মার্চ, ২০১৮  ভোর ৫:১৬
নিশি মানব বলেছেন: ভাল লাগছে, ভালও হইছে।
১৫| 
০১ লা মার্চ, ২০১৮  দুপুর ২:২২
বিএম বরকতউল্লাহ বলেছেন: আমি আপনাদের মন্তব্যগুলো পড়ে সত্যিই মুগ্ধ হয়েছি। কারো মন্তব্যের জবাব আমি দিতে পারিনি। তারপরেও আপনাদের কাছ থেকে এত এত মন্তব্য/মতামত পেয়ে আমি রীতিমত অবাক হয়েছি।। আপনারাই আমাদের মতো ছোট ছোট লেখকদের বড় করে তোলেন। আপনাদের সবার প্রতি আমার কৃতজ্ঞতা প্রকাশ করছি। 
সবার প্রতি আমার শুভেচ্ছা রইল।
©somewhere in net ltd.
১|
২৮ শে ফেব্রুয়ারি, ২০১৮  সকাল ১১:২৬
চাঁদগাজী বলেছেন:
সমাপ্তিটা ভালো