![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
গা ভাসালো হাওয়ার মাঝে/ঝড় তুলেছে জলে
জিহ্বাখানা বের করে সে/কিক মেরেছে বলে।
বল গেলো কই? বলেই যখন/লাগলো হট্টগোল
হঠাৎ করে শব্দ এলো/গোল গোল গোল গোল!
এমন অনেক প্রতিভা আছে/ওঠে ঠেলে ঠেলে
অবহেলায় রেখেছি তাদের/অন্ধকারে ফেলে!
২| ২১ শে মার্চ, ২০১৮ রাত ১২:১৪
শাহিন বিন রফিক বলেছেন: ফুটবলে আমাদের করুণ অবস্থা, আলফাজ, মুন্না হবে কি আর এ দেশে
৩| ২১ শে মার্চ, ২০১৮ রাত ১২:২২
সঞ্জীব ব্যানার্জী বলেছেন: সব জায়গাতেই একি অবস্থা! পরিস্থিতির দায়ে সব ধামাচাপা!
৪| ২১ শে মার্চ, ২০১৮ রাত ১২:৪২
আকতার আর হোসাইন বলেছেন: বাহ! অনেক ভালো লাগলো। এখনি কপি করে নিলাম। ফেবুতে শেয়ার করব।
৫| ২১ শে মার্চ, ২০১৮ সকাল ৮:৫৮
ধ্রুবক আলো বলেছেন: সুন্দর কবিতা।
৬| ২১ শে মার্চ, ২০১৮ সকাল ১০:২৫
সৈয়দ ইসলাম বলেছেন:
সত্যি কথা।
ছবিটা অসাধারণ
৭| ২১ শে মার্চ, ২০১৮ দুপুর ১২:৩৮
বিএম বরকতউল্লাহ বলেছেন: মন্তব্যগুলো পড়ে ভীষণ আন্দ আর উৎসাহ বোধ করছি।
সবাইকে আন্তরিক শুভেচ্ছা আর ধন্যকাদ জানাই।
৮| ২১ শে মার্চ, ২০১৮ রাত ১১:২২
যুক্তি না নিলে যুক্তি দাও বলেছেন: ছবি ও কবিতাটি অসাধারণ লাগলো, আমি একটু খেলা প্রিয় তো।
©somewhere in net ltd.
১|
২০ শে মার্চ, ২০১৮ রাত ১১:৩৬
মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: কবিতার কথা কী আর বলব? বরাবরের মতই।
কিন্ত তুখোড় ছবি তুললো কে? বলতে পারেন?