![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ফেরাউনের ধ্বংসলীলা
এম. আব্দুল কাদের ভূঁইয়া
আল্লাহর নবী হযরত মুসা আ.
আপন লোকজন নিয়ে
অতি সন্তর্পণে, সংগোপনে
চলে গেলেন মিশর হতে;
তা জেনে মিশরের বাদশাহ
অতি কুখ্যাত জালেম ফেরাউন
আপন বাহিনী নিয়ে সবেগে
করিল ধাওয়া
করিতে ধ্বংস
মুছা ও তাঁর লোকজনকে।
মুছা নবী তাঁর সকল সঙ্গীসহ
হলেন হাজির নীল নদের তীরে
ভাবলেন কেমনে হবেন পার!
আল্লাহর হুকুমে হাতের আশা
নিক্ষেপ করেন নদে, হলো রাস্তা
সদলবলে হলেন নীলনদ পার।
এদিকে ফেরাউন তার বাহিনীসহ
নদের মধ্যপথে যেতেই
মুছা নবী আশা নিলেন তুলে
মিলে গেল নদের পানি
বাহিনীসহ ধ্বংস হলো সে।
অহংকারী স্রষ্টাদ্রোহী ফেরাউন
নীল নদের গভীর জলে
কু-প্রবৃত্তির বশে তার
হলো নির্মম পরাজয়।।
৩১ শে মার্চ, ২০১৮ সন্ধ্যা ৭:১৮
বিএম বরকতউল্লাহ বলেছেন: ঠিক বলেছেন, সময়ের প্রভাব আছে।
আপনাকে অশেষ ধন্যবাদ।
২| ৩১ শে মার্চ, ২০১৮ সন্ধ্যা ৬:৫০
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: আপনার বাবার প্রতি সশ্রদ্ধ সালাম রইল। কবিতায় ভালো লাগা।
৩১ শে মার্চ, ২০১৮ সন্ধ্যা ৭:১৮
বিএম বরকতউল্লাহ বলেছেন: আনন্দিত হলাম।
আমার শুভেচ্ছা রইল।
৩| ৩১ শে মার্চ, ২০১৮ সন্ধ্যা ৬:৫৮
দিবা রুমি বলেছেন: আপনার বাবার লেখার হাত আসলেই গভীর।
ভালো লাগলো।
আমার কবিতা দেখে আসতে পারেন কবি সাহেব।
৩১ শে মার্চ, ২০১৮ সন্ধ্যা ৭:১৯
বিএম বরকতউল্লাহ বলেছেন: স্বাগতম।
বাবা থাকলে আপনাদের সুন্দর মন্তব্যগুলো পড়ে যারপারনাই খুশি হতেন।
ধন্যবাদ।
৪| ৩১ শে মার্চ, ২০১৮ সন্ধ্যা ৭:৫১
মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: বিএম বরকতউল্লাহ ভাই???
আপনার বাবার কবিতাগুলো সুন্দর। তবে কবিতাগুলো নাম্বারিং করে দিলে ভালো হয়। যেমন:
বাবার রচিত কবিতা-০১
বাবার রচিত কবিতা-০২
------
৩১ শে মার্চ, ২০১৮ রাত ৮:৫৬
বিএম বরকতউল্লাহ বলেছেন: সুন্দর প্রস্তাবনার জন্য অনেক ধন্যবাদ।
পরবর্তীতে নাম্বার দেওয়া হবে।
৫| ৩১ শে মার্চ, ২০১৮ রাত ৮:৩৪
ব্লগার_প্রান্ত বলেছেন: "তারপর ফেরাউন,
আজকের ইতিহাস.."
ভালো কবিতা+
৩১ শে মার্চ, ২০১৮ রাত ৮:৫৭
বিএম বরকতউল্লাহ বলেছেন: স্বাগতম।
ভালো লাগল আপনার মন্তব্য।
প্রীতি রইল।
©somewhere in net ltd.
১|
৩১ শে মার্চ, ২০১৮ সন্ধ্যা ৬:৪৭
চাঁদগাজী বলেছেন:
লেখায় সময়ের প্রভাব আছে; জীবনের বিচিন্ন ফেইজে মানুষের ভাবনায় নতুন কিছু আসে।