![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
রাত্রি যখন ঠিক বারোটা মশা এলেন ঘরে
চিকন নাকি এডিস এটা লাফাই খালি ডরে
বলল মশা ভয় করো না, আমি সাধারণ
এত রাতে এখানে আসার তোমার কীবা কারণ!
মেয়র মশাই কী ছিটালেন মাথা ঘুরায় খালি
বলে বেড়ায় মশা নিধন, জোরসে মারো তালি।
এসব শুনে মানুষ যখন মশারি ছাড়া ঘুমায়
মশারা সব দলে দলে নাকের ডগা চুমায়।
১৩ ই এপ্রিল, ২০১৮ সকাল ১১:৫০
বিএম বরকতউল্লাহ বলেছেন: আপনার গল্প আমি পড়বনা মানে? অবশ্যই পড়ব।
শুভেচ্ছা রইল।
২| ১২ ই এপ্রিল, ২০১৮ রাত ১১:১২
পদাতিক চৌধুরি বলেছেন: মশার দুষ্টুমি ভাল লাগলো। আমরা নাকের ডগায় ঝামা ঘষে ঘুমাবো।
শুভ কামনা রইল।
১৩ ই এপ্রিল, ২০১৮ সকাল ১১:৪৭
বিএম বরকতউল্লাহ বলেছেন: ঝামা ঘষে নাকখানা বোঁচা করে ফেলবেন যেন ভাই।
ধন্যবাদ।
৩| ১৩ ই এপ্রিল, ২০১৮ রাত ১:২৭
কাওসার চৌধুরী বলেছেন:
এই চুমু হেই চুমু নয়........
পড়ার পর বুঝতে পারলাম..............
পড়ে মজা পাইলাম।
শুভ কামনা আপনার জন্য।
আমার ব্লগ ঘুরে গেছেন এজন্য ধন্যবাদ।
১৩ ই এপ্রিল, ২০১৮ সকাল ১১:৪৮
বিএম বরকতউল্লাহ বলেছেন: এটা পেপেনে চুমু। চুমুর পর থাপ্পড় খাওয়ার চুমু।
ধন্যবাদ।
৪| ১৩ ই এপ্রিল, ২০১৮ সকাল ৯:০৩
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: আমি আপনার ছড়ার ভক্ত। কিন্তু এ ছড়াটাতে ছন্দপতন মানতে পারছি না।
৫| ১৩ ই এপ্রিল, ২০১৮ সকাল ১১:৪৯
বিএম বরকতউল্লাহ বলেছেন: মাঝে মাঝে পতন না হলে উঠতে পারছি না মশাই।
সুন্দর মতামতের জন্য ধন্যবাদ।
৬| ১৩ ই এপ্রিল, ২০১৮ দুপুর ১২:২৬
রাজীব নুর বলেছেন: মশারা চুমু দেয় না। দেয় কামড়।
চুমু আর কামড়ের স্বাদ কি এক?
রবীন্দ্রনাথ তো কামড়ের দিতে বলেন নি কখনও।
তিনি বলেছেন, গোপনে একটি চুম্বন দাও।
©somewhere in net ltd.
১|
১২ ই এপ্রিল, ২০১৮ রাত ১০:৫১
ব্লগার_প্রান্ত বলেছেন: মাথা নস্ট......কবিতা।
আমি একটা গল্প লিখছি, পড়বেন কি?
link