![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কষ্ট করে অষ্টপ্রহর
রাজীব গেলো ফিরে
চলবে গাড়ি আগের মতাে
হাত-পাগুলো ছিঁড়ে!
দু্ই পশুতে লড়া্ই করে
সাঙ্গ হলো খেলা
থেমে গেলো একটি জীবন
নিত্য অবহেলা।
২| ১৭ ই এপ্রিল, ২০১৮ রাত ৮:৪০
সোহাগ তানভীর সাকিব বলেছেন: রাজিবের জন্য কষ্ট লাগে। এমন শত শত রাজিব চলে গেছে কিন্তু অভিযুক্ত অপরাধীর তেমন বিচার হয় নি।
৩| ১৭ ই এপ্রিল, ২০১৮ রাত ৯:৪৩
নীল মনি বলেছেন: এটা কষ্টের লেখা,রাজীব একটা ব্যথার নাম।
৪| ১৭ ই এপ্রিল, ২০১৮ রাত ১০:০৯
মামুনুর রহমান খাঁন বলেছেন: অনেক সুন্দর হয়েছে। আরেকটু দীর্ঘ করা যায় কী?
৫| ১৭ ই এপ্রিল, ২০১৮ রাত ১০:৪৬
কাওসার চৌধুরী বলেছেন:
রাজীবের জন্য শুধুই আফসুস।
ভাল থাকিস রে ভাই..........
........ ওপারে......!
৬| ১৭ ই এপ্রিল, ২০১৮ রাত ১১:০৪
রাজীব নুর বলেছেন: আমার নামও রাজীব ছেলেটার নামও রাজীব।
নামের কারনে আমার কষ্ট টা বেশি হচ্ছে।
৭| ১৭ ই এপ্রিল, ২০১৮ রাত ১১:৫২
মুরাদ পাভেল বলেছেন: খুব সুন্দর একটা লেখা
৮| ১৭ ই এপ্রিল, ২০১৮ রাত ১১:৫৩
যুক্তি না নিলে যুক্তি দাও বলেছেন:
চোর বাটপারে ভরে গেছে / পা ফেলা যে দায়
দেশের সব খেয়ে ওরা/ মানুষ খেতে চায়।
৯| ১৮ ই এপ্রিল, ২০১৮ বিকাল ৫:৩২
বিএম বরকতউল্লাহ বলেছেন: ব্লগে যাঁরা লেখালেখি করেন তাঁরা যে কতটা মানবিক আর অন্যের কষ্টে সমব্যাথী তার প্রমাণ এই ক্ষুদ্র পোষ্টটি।
আমি কারও কোনো জবাব করতে পারিনি। কিন্তু এখানে ঢুকেই আমি অভিভূত হয়ে গেছি আপনাদের আন্তরিকতা আর সহমর্মিতা দেখে।
আমি কৃতজ্ঞ এবং আনন্দিত।
আমার ব্যর্থতার জন্য আমি দুঃখিত।
সবার জন্য শুভ কামনা।
©somewhere in net ltd.
১|
১৭ ই এপ্রিল, ২০১৮ রাত ৮:৩৫
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: খুবই করুণ।
আমাদের খুন ড্রাইভার! হায়, তাদের বিচার কে করবে?