![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এক থাপ্পড়ে বাড়িছাড়া
দুই থাপ্পড়ে দেশ
তিন থাপ্পড়ে ঘুম পাড়ামু
পারলে ছিঁড়িস কেশ!
হাতের ডগায় থাপ্পড় নিয়ে
ঘুরছে থাবড় আলি
বললে কিছু লাভের মাঝে
মাগনা খাবেন গালি
২২ শে এপ্রিল, ২০১৮ সকাল ১০:৫৮
বিএম বরকতউল্লাহ বলেছেন: স্বাগতম।
বেশ বেশ বলায় ধন্যবাদ।
২| ২২ শে এপ্রিল, ২০১৮ সকাল ১০:৫৪
অনন্য দায়িত্বশীল আমি বলেছেন: ভাই কেশ-টেশ ছেড়ার দরকার নেই এমনিতেই কবিতা ভালো হয়েছে।
২২ শে এপ্রিল, ২০১৮ সকাল ১০:৫৯
বিএম বরকতউল্লাহ বলেছেন: স্বাগতম।
কেশ না ছিঁড়লে বুঝি কবিতা এত ভাল হয়?
শুভেচ্ছা রইল।
৩| ২২ শে এপ্রিল, ২০১৮ সকাল ১০:৫৭
সোহাগ তানভীর সাকিব বলেছেন: থাপড় আলী থাপড় মারবে তো বুঝলাম। কিন্তু কাকে কেন থাপড় মারবে সেটা তো বুঝলাম না!
৪| ২২ শে এপ্রিল, ২০১৮ সকাল ১১:০০
বিএম বরকতউল্লাহ বলেছেন: থাবড়ালির কামতো থাপ্পড় মারা। কারণ কী আবার!
৫| ২২ শে এপ্রিল, ২০১৮ সকাল ১১:১০
*** হিমুরাইজ *** বলেছেন: আরেকটু বড় করতে পারতেন ভাইয়া।
৬| ২২ শে এপ্রিল, ২০১৮ সকাল ১১:৫৫
সম্রাট ইজ বেস্ট বলেছেন: থাবড় আলির রাগটা কার ওপর? ছড়া ভালো হয়েছে।
৭| ২২ শে এপ্রিল, ২০১৮ দুপুর ১:২২
আসিক ইসলাম বলেছেন: অসাধারন
৮| ২২ শে এপ্রিল, ২০১৮ বিকাল ৩:১৩
সেলিম আনোয়ার বলেছেন: দারুন তো ।
৯| ২২ শে এপ্রিল, ২০১৮ বিকাল ৪:১১
রাজীব নুর বলেছেন: অনেক দিন পোষ্টের সাথে ছবি দেন।
১০| ২২ শে এপ্রিল, ২০১৮ রাত ১০:১২
কাওসার চৌধুরী বলেছেন:
থাপ্পড় থেরাপিটা যুগোপযোগী হয়েছে।
বরাবরের মত সুন্দর কবিতা।
©somewhere in net ltd.
১|
২২ শে এপ্রিল, ২০১৮ সকাল ১০:৪০
তারেক_মাহমুদ বলেছেন: আহা বেশ বেশ