![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
রাস্তা ঘাটে চলতে হাজার বাধা
চলছে গাড়ি হাত-পা মাথা ছিঁড়ে
সবাই আছে দোষাদোষির মাঝে
যা গিয়েছে আসবে কী আর ফিরে!
গাড়ির ভেতর নয় নিরাপদ নারী
সব হারিয়ে চোখের পানি ফেলে
বিচার আচার হয়না নিয়ম বেধে
জীবন নিয়ে ইঁদুর-বেড়াল খেলে।
ভাবছি এখন কিনব উড়োজাহাজ
ব্যাংকে গেলেই হাজার কোটি লোন
চেয়ারম্যানের নাম্বার টুকে নিয়ে
এই যে দেখুন করছি আমি ফোন!
২৪ শে এপ্রিল, ২০১৮ দুপুর ১২:২৭
বিএম বরকতউল্লাহ বলেছেন: স্বাগতম।
আপনাকে অনেক অনেক ধন্যবাদ।
২| ২৪ শে এপ্রিল, ২০১৮ দুপুর ১২:৩২
তারেক ফাহিম বলেছেন: কী বলল ফোনে?
৩| ২৪ শে এপ্রিল, ২০১৮ দুপুর ১:২৯
আকিব হাসান জাভেদ বলেছেন: সুন্দর ছড়া ,
আমি ভাবছি নিবো রকেট
পাড়ি দিবো চাদঁ সূর্য দেশ
ফেলে আসবো দেশের দুষ্ট সমাজ।
৪| ২৪ শে এপ্রিল, ২০১৮ দুপুর ১:৩৪
কামরুননাহার কলি বলেছেন: অনেক দিন পড় একটি কবিতা পড়লাম আপনার । হয়তো আপনি পোস্ট করেছেন আমি দেখিনি। কারণ পড়া নিয়ে একটু ব্যস্ত ছিলাম।
৫| ২৪ শে এপ্রিল, ২০১৮ দুপুর ১:৩৮
কামরুননাহার কলি বলেছেন: দারুন কবিতা লিখেছেন। অবশ্য আপনার প্রত্যেকটি কবিতাই আমার কাছে ভালো লাগে।
৬| ২৪ শে এপ্রিল, ২০১৮ বিকাল ৩:৩৬
রাজীব নুর বলেছেন: লোন পাওয়া সহজ নয়। অনেক দিকদারি।
৭| ২৪ শে এপ্রিল, ২০১৮ বিকাল ৪:১৬
কাওসার চৌধুরী বলেছেন:
আমি ভাবছি একটা রকেট কিনবো। আর বাংলাদেশ ব্যাংকের ভোল্টে হানা দেব। এটাই সর্টকাটে মালদার হওয়ার রাস্তা।
৮| ২৪ শে এপ্রিল, ২০১৮ রাত ৯:১৬
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: ভালো বলেছেন ছড়ার ছলে, বাসে এখন কেমন যেন বেশিই অনৈতিকতা!
ধর্ষণের বিচারহীনতা ও পর্দার আঁড়াল করার চেষ্টাই এমন অপরাধ বারবার হচ্ছে।
সময় এসেছে ধর্ষণে মৃত্যুদণ্ড একদফা দাবী নিয়ে আন্দোলনে নামার।
ধর্ষকের ফাঁসি চাই, আর কোন অপশন নাই
৯| ২৫ শে এপ্রিল, ২০১৮ সকাল ১১:১৯
ইমরান আল হাদী বলেছেন: সুন্দর ছড়া, অভিন্দন কবি।
©somewhere in net ltd.
১|
২৪ শে এপ্রিল, ২০১৮ দুপুর ১২:২১
ৈতয়ব খান বলেছেন: খুব সুন্দর অর্থপূর্ণ ছড়া। ধন্যবাদ কবি